Sunday, December 15, 2024

অজানা পথে অপেক্ষা

 মাঝরাতে একলা ফেরা পথিক হয়ে থেকে যাবো বাকি কটা দিন। থেকে যেও সাথে তীব্র যন্ত্রণায় আর অল্প ভালোবাসায়। কিছু শব্দ ছুড়ে ফিরবো সেথা একলা হয়েই। কখনো আকাশ জুড়ে নামবে বৃষ্টি, অল্প ভেজা পথ দিয়ে কৃষ্ণচূড়া ফুল, হাঁটবে না হয় অন্য কারো সাথে সে প্রহরে! তুমি যেও আমার সাথে আয়ু রেখা ধরে। একটু এগিয়ে, ফিরো তোমার নিজ ঘরে। খোলা জানালার ওপাশে ঘন নীল আকাশ অপেক্ষায় আমার। মৃদু স্বরে ডাকে আমায়। কখনো বা পাঠায় বেনামি চিঠি– হাহাকারে পূর্ণ।

কফিন পাঠায় গোলাপ, শেষ কান্না দিচ্ছে বিদায়। যাচ্ছে চলে অসীম অজানায়। কথারা গেছে ফুরিয়ে। চারদিকে বোবা আবেশ। অনেক কিছু আছে জমে, সময় তো গিয়েছে ফুরিয়ে। আসছে নতুন প্রহর। আধার চিরে কিছু বাদে আসছে নতুন ভোরের আলো। আমি যাচ্ছি নতুন কোনো স্বপ্নের নগরীতে। অল্প অল্প করে ফুরিয়ে এসেছে সময় ডালের পাতা! অপেক্ষায় তবু তোমার – হয়তো আসবে! অল্প ভাঙা গল্প গুলো রয়ে যাবে সে আঁধারে তোমার আড়ালে।

আমার সে অবুঝ পেনসিল আজও তোমায় লিখে, বোকা বোকা ইচ্ছেরা তোমায় ঘিরে ডানা মেলে।


Rohan Khan (কাব্য) 



No comments:

অপ্রত্যাশিত

 টাকা ছাড়া জীবন ভয়ংকর অ-সুন্দর! শুধু টাকার কাছে হেরে যায় সকালের রাজসিক ঘুম, বিকেলের মাঠে খেলা, প্রিয় মানুষের বিয়ে, বন্ধুত্বের আবদার, বাবার চ...